Breaking News

প্রাইম ইউনিভার্সিটির ছয়টি ক্যাম্পাস উচ্ছেদে ইউজিসির চিঠি

লেখাপড়া (http://lekhapora24.com/?p=14292)
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

রাজধানীর প্রাইম ইউনিভার্সিটির অবৈধ ছয়টি ক্যাম্পাস বন্ধ ও উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) শামসুল আলমের স্বাক্ষর করা চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  চিঠিতে প্রাইম ইউনিভার্সিটির নামে বিভিন্ন স্থানে অবৈধভাবে অননুমোদিত ক্যাম্পাস পরিচালিত হচ্ছে- এমন ছয়টি ঠিকানা উল্লেখ করা হয়। এগুলো হলো ৮৭, বিএনএস সেন্টার-উত্তরা; মকবুল প্লাজা, ক-২২৮, প্রগতি সরণি বাড্ডা- বারিধারা, বাড়ি-৪৫/এ, রোড-২৭ (পুরনো) ধানমন্ডি; সেন্টার পয়েন্ট কনকর্ড ১৪/৩, তেজকুনি পাড়া- ফার্মগেট; মল্লিক টাওয়ার, ১৩-১৪ চিড়িয়াখানা রোড, মিরপুর-১ এবং ফুলজান টাওয়ার ৮০/সি বিবির বাগিচা, উত্তর যাত্রাবাড়ী, ডেমরা। আদালতের রায়ের কথা উল্লেখ করে বলা হয় ২-এ/১, নর্থইস্ট অব দারুসসালাম রোড, মিরপুর-১ প্রাইম ইউনিভার্সিটির একমাত্র বৈধ ক্যাম্পাস।

আরো পড়ুন: http://www.ittefaq.com.bd/print-edition/city/2014/09/25/5820.html

No comments